দুর্গাপুরের আই কিউ সিটি হাসপাতাল সমাজের পিছিয়ে পড়া মানুষদের সুপার স্পেশালিটি হাসপাতালের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ‘বিপিএল’ ওয়ার্ড চালু করছে। ২ ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে বিপিএল ওয়ার্ডের।
হাসপাতালে ৩০ টি শয্যা রাখা হচ্ছে বিপিএল কার্ড ধারীদের জন্য। তাছাড়াও রয়েছে অন্যান্য আরও সুযোগ সুবিধা। সম্পূর্ণ বিনামূল্যে বেড দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্র মারফৎ জানা গেছে। বিপিএল কার্ড ধারীরা এবার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি এই সুপার স্পেশালিটি হাসপাতালেরও চিকিৎসা পরিষেবা নিতে পারবেন নির্দ্বিধায়।
আই কিউ সিটি হাসপাতালের জনসংযোগ আধিকারিক অনিন্দিতা দাস বলেন, “প্রাথমিক ভাবে হাসপাতালে ৩০ টি শয্যা রাখা হচ্ছে বিপিএল কার্ড-এ সুযোগ সুবিধা প্রাপকদের জন্য। বিপিএল কার্ড ধারীদের জন্য অন্যান্য আরও সুযোগ সুবিধা থাকছে আমাদের হাসপাতালে।”
দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ লাভলি রায় বলেন,” এখন দুর্গাপুর মহকুমা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক সব চিকিৎসা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। আই কিউ সিটি হাসপাতালও বিপিএল ওয়ার্ড চালু করছে। আশাকরি মানুষের উপকার হবে।”