কল্যানেশ্বরী থেকে বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে পাত্রী পক্ষের বাড়ি যাওয়ার পথে গুরুতর আহত হল তিন বাইক আরোহী। আহতরা তিনজনই বরপক্ষের। আহতদের বাড়ি ধানবাদের লোদনা এলাকায়। আহতদের উদ্ধার করে ভর্তই করা হয় আসানসোল জেলা হাসপাতালে।
জানা গেছে, ধানবাদের পাত্রের সঙ্গে বরাকরের পাত্রীর বিয়ে ছিল। কল্যানেশ্বরীতে সেই বিয়ের অনুষ্ঠান সেরে বরাকরে পাত্রীর বাড়ি যাচ্ছিলেন বরপক্ষের সঞ্জয় সাউ, টাকুয়া সাউ এবং বিকি সাউ। তিনজনই একটি বাইকে ছিলেন। ডুবুরডিহি চেক পোস্টের কাছে ২ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। তিনজনকেই গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ২০ মিনিট অবরোধ চলার পরে অবরোধ তোলে কুলটি থানার পুলিশ।
Like Us On Facebook