ছবি-সংগৃহীত

থার্ড লাইনে কাজের জন্য শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বর্ধমান-হাওড়া মেন শাখার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। প্রি-ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য বেশ কিছুদিন ধরে ট্রেন চলাচলে একটু সমস্যা হচ্ছে। কিন্তু এবার তিনদিন থার্ড লাইনের কাজ চলার জন্য লোকাল ট্রেন বন্ধ রাখার সিন্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।

শুক্রবার থেকে বর্ধমান হাওড়া মেন শাখার ১০টি লোকাল বাতিল করা হয়েছে। দেবীপুর থেকে খন্ন্যান পর্যন্ত এই লাইন তৈরির কাজ হবে। ফলে ডাউন ও আপ ট্রেন চলাচল কিছুটা ব্যহত হবে। যদিও সকাল ও বিকালের ব্যস্ততম সময়ে কোন লোকাল ট্রেন বাতিল হবে না। অফিস টাইমের পর দুপুরের দিকে এই ট্রেন বাতিল করা হবে। একই সঙ্গে হাওড়া থেকে মেল লাইন হয়ে বর্ধমানের দিকে আসা মেল বা এক্সপ্রেস ট্রেনগুলিকে কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। যদিও এই কাজের জন্য কোন মেল বা এক্সপ্রেস ট্রেন চলাচলে সমস্যা হবে না বলে জানা গেছে।

বর্ধমান স্টেশনের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানান, যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়ামুখী বিভিন্ন মেল ও এক্সপ্রেস ট্রেন বর্ধমান থেকে ব্যান্ডেল পর্যন্ত অল স্টপ করা হবে।

Like Us On Facebook