ছত্তিশগড়ে মাওবাদীদের বিছানো ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারালেন আসানসোলের যুবক তথা সিআরপিএফ জওয়ান সঞ্জিত কুমার হরিজন(৩১)। জানা গেছে, মঙ্গলবার দুপুরে সুকমার জঙ্গলে রুটিন তল্লাশি চালানোর সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর জখম হন তিনি। সেখান থেকে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রায়পুরের হাসপাতালে। সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় সঞ্জিতের।
মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের উষা গ্রামের নিউ ঘুসিক এলাকায় সঞ্জিতের বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছনোর পরই কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। মাথায় আকাশ ভেঙ্গে পড়ে পরিবারের। সঞ্জিতের পরিবারে বাবা, মা, স্ত্রী ছাড়াও তিন সন্তান আছে। শোকে বিহ্বল গোটা পরিবার। সঞ্জিতের বাবা ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী। একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে শোকে পাথর তাঁর মাও। বুধবার বিকেলে সঞ্জিতের দেহ আসানসোলে পৌঁছানোর কথা। মৃত্যুর খবর পেয়ে এলাকার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সঞ্জিতের বাড়িতে যান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।