বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১৩টি দোকান৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন এলাকায়৷ দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে বার্নপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে একটি অস্থায়ী দোকানে আগুন লাগলে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের অস্থায়ী দোকানগুলিতে। খবর পেয়ে পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। ঘটনায় ১৩টি অস্থায়ী দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে মাঝরাতে দোকানগুলিতে কেউ না থাকায় প্রাণ হানির ঘটনা না ঘটলেও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। বিশেষত দোকানগুলি সেলুন, জামা-কাপড়, জুতো ও প্রসাধনি সামগ্রীর ছিল বলে জানা গেছে। তবে কি কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়। হিরাপুর থানার পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে বলে জানা গেছে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় অস্থায়ী দোকানদারদের মাথায় হাত৷