বুদবুদ ও কাঁকসা থানা দুর্গাপুর আদালতের অধীন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কায় ১০ জানুয়ারি থেকে টানা কর্মবিরতি চলছে দুর্গাপুর আদালতে। শুক্রবার বিকেলে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সদস্যরা তাঁদের দাবি দাওয়া নিয়ে বর্ধমানের জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার দুটি গাড়ি করে প্রায় ১৫-১৬ জন বার অ্যাসোসিয়েশনের সদস্য বর্ধমানে জেলাশাসকের বাংলোতে আসেন। টানা এক ঘন্টা তাঁরা জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। বেঠকে আশানুরূপ ফল মেলেনি বলে সূত্রের খবর। এরপর বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্যরা এক বিশেষ বৈঠকে বসেছেন আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে। যদিও বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আত্মবিশ্বাসী তাঁদের আন্দোলন নিয়ে। জেলাশাসকের সঙ্গে বৈঠকের আগে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা দুর্গাপুরে এক বিশাল মিছিল বের করেন।
দুর্গাপুর বার আ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপম মুখোপাধ্যায় বর্ধমান ডট কমকে বলেন, “জেলাশাসকের সঙ্গে সাক্ষাতের পর আমারা জানতে পারলাম কাঁকসা দুর্গাপুর আদালতের অধীনেই থাকছে, কিন্তু বুদবুদ নিয়ে এখনও ধোঁয়াশা থেকে গেল। আমাদের কর্মবিরতি ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। আমরা খুব শীঘ্রই পরবর্তী বেঠকে আমাদের আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে সিদ্ধান্ত নেব।”