পড়াশোনায় অমনোযোগী হওয়ায় মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হল এক ছাত্রী। পূর্ব বর্ধমানের গলসি থানার বিক্রমপুর গ্রামের ঘটনা। মৃত ছাত্রীর নাম পারমিতা মেটে(১৬)।

মৃত ছাত্রীর পরিজনদের দাবি, ওই ছাত্রী গতবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কিন্তু অকৃতকার্য হয়। এবারও তার মাধ্যমিক পরীক্ষায় বসার কথা। পড়াশোনায় অমনোযোগী হওয়ায় ওই ছাত্রীর মা ছাত্রীকে মঙ্গলবার বকাবকি করে। সেই কারণে অভিমানে ওই দিন বিষ খায় পারমিতা। সঙ্গে সঙ্গে তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার রাতে পারমিতার মৃত্যু হয়।

Like Us On Facebook