ফের ট্রেনে মাদক মেশানো খাবার খাইয়ে যাত্রীদের বেহুঁশ করার ঘটনা ঘটল। বুধবার দুপুরে বর্ধমান স্টেশনের ২নং প্ল্যাটফর্মে আপ কবিগুরু এক্সপ্রেস থেকে উদ্ধার হল বেহুঁশ অবস্থায় এক নাবালক ও বৃদ্ধ যাত্রী। কামরার যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে অচৈতন্য অবস্থায় তাদের ট্রেন থেকে নামায় রেল পুলিশ। দুই যাত্রীকে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে।

মাদক খাইয়ে তাদের সর্বস্ব লুঠ করা হয়েছে না কি অন্য কোন কারণে তারা অচৈতন্য হয়ে পড়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বৃদ্ধের বয়স ৬০-এর কাছাকাছি এবং নাবালকের বয়স ১৫-১৬ বছর। বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদক জাতীয় কোন কিছু খেয়ে বেহুঁশ হয়ে পড়েন ওই দুই যাত্রী। রেল সূত্রের খবর, বর্ধমান-হাওড়া মেন লাইনের ব্যাণ্ডেল স্টেশন এলাকায় ফের বেশ কয়েকটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এঁরাই মাদক মেশানো খাবার খাইয়ে যাত্রীদের বেহুঁশ করে ট্রেনে লুঠপাট চালাচ্ছে। ব্যাণ্ডেল থেকে বর্ধমান পর্যন্ত এই চক্রগুলি বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ করে বলে খবর পাওয়া গেছে। সম্ভবত, সেইরকম কোন চক্রের ফাঁদে পড়েন ওই বৃদ্ধ ও নাবালক।

Like Us On Facebook