বেশ কয়েকদিন বন্ধ থাকার পর মঙ্গলবার পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তে জাতীয় সড়কে বরাকর নদীর উপর ডুবুরডিহি ব্রিজের ফাটল পরিদর্শনে এলেন কলকাতা ও দিল্লির বিশেষজ্ঞরা সহ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। দিন সাতেক আগে এই ব্রিজের ফুটপাথের দুটি কংক্রীট স্ল্যাব ধসে যায় এবং ফাটল দেখা দেয় সেতুর পিলারে। এরপর দুর্ঘটনা এড়াতে পুলিশ এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
এদিন বিশেষজ্ঞদের ব্রিজ পরিদর্শনের পর ২ নম্বর জাতীয় সড়কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, ফুটপাথের ভাঙা অংশ বারিকেড করে দিন চারেকের মধ্যেই চালু করা হবে সেতু। পরে পুনরায় পুরো সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার কারণেই এই সেতুতে ফাটল এবং ফুটপাথ ধসে পড়েছে বলে দাবি স্থানীয় মানুষজনের। তাঁদের দাবি, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর ডুবুরডিহি চেকপোস্টে কলকাতগামী ভারী পণ্যবোঝাই ট্রাক ঢোকা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে কয়েকশো পণ্যবোঝাই ভারী ট্রাক আটকে থাকে দিনের পর দিন। সেই সময় বহু ২০-২২ চাকার ট্রাক-ট্রেলার দিনের পর দিন দাঁড়িয়ে ছিল এই ব্রিজের উপর। প্রায় চল্লিশ বছরের পুরানো এই সেতুটি এর ফলে ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি স্থানীয়দের।