আসানসোলের কুলটির বেলরুই গ্রামের রায় পরিবারের দুর্গাপুজোয় কলাবউ (নবপত্রিকা) ভাসানের সময় বন্দুক থেকে গুলি ছোঁড়ার রীতি শতাধিক বছর ধরে চলে আসছে। এদিন বেলরুই গ্রামে রায় পরিবারের পুজো মণ্ডপে গিয়ে দেখা গেল দশমীর পুজো শেষ হতেই রায় পরিবারের সদস্যরা নিজের নিজের লাইসেন্স প্রাপ্ত ছোট ও বড় বন্দুক নিয়ে হাজির। এরপর দোলা নিয়ে ঢাক সহকারে শোভাযাত্রা করে স্থানীয় পুকুরে বিসর্জন দেওয়ার পর রায় পরিবারের পুরুষ ও মহিলারা বন্দুক থেকে শুন্যে গুলিবর্ষণ করতে থাকেন। বেশকিছুক্ষন ধরে চলে এই গুলিবর্ষণ।
রায় পরিবারের সদস্যরা জানান, শতাধিক বছর ধরে এইভাবে গুলিবর্ষণের মাধ্যমে দোলা বিসর্জন করে উমাকে বিদায় জানানোর রীতি চলে আসছে তঁদের পরিবারে। তাই আজও সেই নিয়মরীতি মেনেই চলে দোলা বিসর্জন। রায় পরিবারের পুজোর এই দোলা বিসর্জনে গুলিবর্ষণ দেখতে দুর দুরান্ত থেকে ভিড় জমান অনেকেই। গুলিবর্ষণে বাড়ির পুরুষদের সঙ্গে অংশগ্রহণ করেন মহিলারাও।