অন্ডালের কাজোড়া এরিয়ার মাধোপুর খোলামুখ খনি সংলগ্ন হরিশপুর গ্রামে ১.৫ একর এলাকা জুড়ে মঙ্গলবার সকালে ধস নামে। মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ হরিশপুর গ্রাম সংলগ্ন ধানক্ষেতের বিস্তীর্ণ এলাকায় ধস নামে। ধসের পর মাটির নীচে থেকে ধোঁয়া বের হতে দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে অন্ডালের বিডিও মানস কুমার পান্ডা সহকারি বিডিওর নেতৃত্বে একটি টিম পাঠান ওই এলাকা পরিদর্শন করে রিপোর্ট দেবার জন্য। রিপোর্ট পেয়ে মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের এসডিও শঙ্খ সাঁতরা ও অন্ডালের বিডিও মানস কুমার পান্ডা এলাকা পরিদর্শনে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ইসিএল গ্রাম সংলগ্ন খোলামুখ খনিতে ক্রমাগত ব্লাস্টিং করায় এলাকায় প্রায়ই ধস নামছে।
এলাকা পরিদর্শন করে দুর্গাপুরের এসডিও শঙ্খ সাঁতরা বলন,”ইসিএলকে ওই এলাকায় ব্লাস্টিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাজোড়া কোলিয়ারির জিএমকে ধস নিয়ন্ত্রণের যাবতীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”