আগুন লাগলে আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালে কিভাবে নেভাতে হবে তার প্রশিক্ষণ দিলেন দমকল কর্মীরা। বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকল বিভাগের উদ্যোগে আয়োজিত হয় এই মহড়া।
হাসপাতালে আগুন লাগলে কিভাবে নেভাতে হবে সেটা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হল এদিন। হাসপাতালে আগুন লাগার মতো পরিস্থিতি তৈরি হলে কার কি করণীয় এবং কিভাবে আগুন নেভাতে হবে সে বিষয়ে এদিন দমকল কর্মীরা হাসপাতালের কর্মীদের প্রশিক্ষণ দিলেন। এদিন সুপার স্পেশালিটি হাসপাতালের সুরক্ষা কর্মী, গ্রুপ ডি কর্মী, নার্স এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা এই মহড়াতে উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণের পর খুশি হাসপাতাল কর্মীরা। তাঁরা জানান, প্রয়োজনের সময়ে এই প্রশিক্ষণ খুবই কাজে লাগবে।
Like Us On Facebook