গলসি ১ নং ব্লকে রামপুরে আক্রান্ত হলেন তৃণমুল পঞ্চায়েত সদস্যের ভাই। শুক্রবার সন্ধায় ছানা ব্যবসায়ী মিলন ঘোষ ছানা বিক্রি করে বাড়ি ফেরার সময় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
জানা গেছে, এদিন পোতনা-পুরসা গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়দেব ঘোষের ভাই মিলন ঘোষের উপর রড, লাঠি, টাঙি নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। মিলনবাবুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মিলনবাবু হাত ও পায়ে গুরুতর চোট পেয়েছেন বলে জানা গেছে। গুরুতর জখম অবস্থায় এদিন সন্ধায় তাঁকে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করেন। যদিও মিলনবাবুর অভিযোগ, তাঁকে দলেরই কিছু কর্মী মারধর করে হাত পা ভেঙে দিয়েছে।
Like Us On Facebook