দুর্গাপুরে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ(৯-১৫ জানুয়ারি)। রবিবার পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধীমোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন পুলিশ আধিকারিক ও কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই পদযাত্রায় অংশ নেয়। দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অমিতাভ বাবু ও পুলিশ আধিকারিকরা সকলকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানান।