গলসির পুরসায় ডিভিসি সেচখালের লকগেট থেকে উদ্ধার হল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ। বয়স আনুমানিক ৩৪ বছর। নাম ও ঠিকানা জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

স্থানীয়রা জানান, আজ বেলা দশটা নাগাদ ওই ব্যক্তি পুরসার গ্রাম থেকে ডিভিসি ক্যানেলের লকগেটের দিকে আসে এবং বাঁধের উপর ব্যাগ ও জুতো রেখে আচমকা জলে ঝাঁপ দেয়। জলের তোড়ে সে লকগেটের বামদিকের গেটে আটকে যায়। স্থানীয়রা বলেন, বেশ কয়েকদিন ধরে ওই ব্যাক্তিকে তাঁরা এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। গতকালও পুরসার মাঝের পুলে তাকে খাবার চেয়ে খেতে দেখা গেছে। তার নাম পরিচয় কিছু তাদের জানা নেই বলে জানান। স্থানীয়দের দাবি মানসিক ভারসাম্যহীন হওয়ায় আগে তার সাথে কথা বলে তার নাম পরিচয় জানতে পারেনি। স্থানীয়রা পুলিশে খবর দিলে গলসি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।


Like Us On Facebook