ফাঁড়ির মধ্যেই নিজের গলায় বঁটি চালিয়ে আত্মহত্যা করলেন বুলবুলিতলা ফাঁড়ির কনস্টেবল মেকালি মার্ডি (৫২)। মৃত কনস্টেবল বীরভূমের নলহাটির বাসিন্দা ছিলেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। সোমবার সকাল দশটা নাগাদ ফাঁড়ির রান্নাঘরের মধ্যে গলায় বঁটি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ তাঁকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০ টা নাগাদ সকলেই যখন কাজে ব্যস্ত সেই সময় হঠাৎ করেই পুলিশ কর্মীরা দেখতে পান ফাঁড়ির সিনিয়র কনস্টেবল মেকালি মার্ডি রক্তাক্ত অবস্থায় কিচেন রুম থেকে বেরিয়ে আসছেন। তাঁকে এই অবস্থায় দেখে সকলেই চমকে যান। এরপর ফাঁড়ির পুলিশ কর্মীরা তাঁকে কালনা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মানসিক অবসাদের কারণে মেকালি মার্ডি ফাঁড়ির কিচেন রুমে গলায় বঁটি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।