চারদিন ধরে এলাকা বিদ্যুৎহীন। বিদ্যুৎ না থাকায় স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার মানুষ অতিষ্ঠ। বিদ্যুতের অভাবে স্বাস্থ কেন্দ্রের ফ্রিজ না চলায় ফ্রিজে রাখা ঔষধ বাড়িতে নিয়ে যেতে হচ্ছে। স্থানীয় মানুষজনের অভিযোগ, এই ব্যাপারে হেলদোল নেই বিদ্যুৎ দফতরের। বর্ধমান শহর লাগোয়া বামচাঁদাইপুরের ঘটনা।

একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে দুঃসহ গরম। চরম সমস্যায় গোটা এলাকা। স্থানীয়রা জানান, বিদ্যুৎ দফতরে সমস্যার কথা জানালেও শুকনো প্রতিশ্রুতি ছাড়া সুরাহা মেলেনি। এলাকার উপ স্বাস্থ্যকেন্দ্রের রোগী থেকে চিকিৎসক গরমে নাজেহাল। সমস্যায় স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সকলেই। মাঝে মধ্যে বৃষ্টি হলেও তাপমাত্রা কমে নি। যদিও গৌতম রায়, ডিভিশনাল ম্যানেজার মেমারি জানিয়েছেন, কয়েকদিন আগে ওখানে লো ভোল্টেজের অভিযোগ এসেছিলো, তখনকার মত ঠিক করে দেওয়া হয়। তবে ৪ দিন আগে থাকতে নয় গতকাল থেকে ওখানে বিদ্যুৎ সংযোগ নেই। আজ রাতের মধ্যেই ট্রান্সফর্মার পাল্টে দেওয়া হবে।

Like Us On Facebook