পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় রেলগেট ভেঙে বিপত্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টা নাগাদ মেমারির রসুলপুর স্টেশন সংলগ্ন জিটি রোডের উপর লেভেল ক্রসিংয়ে। ঘটনায় মেন লাইনের আপ ও ডাউন লাইনে বেশ কিছুক্ষন ট্রেন চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ একটি মাল বোঝাই ট্রাক বর্ধমান-হাওড়া মেন লাইনের রসুলপুর স্টেশন সংলগ্ন জিটি রোডের উপর ৩৯ নম্বর রেলগেটে ধাক্কা মারলে রেলগেটের একাংশ ভেঙে যায়। রেলগেট ওভারহেড তারের সংস্পর্শে চলে আসায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জেরে মেন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। ঘটনার পর দ্রুততার সঙ্গে রেলগেট মেরামতির কাজ করেন রেল কর্মীরা। প্রায় দেড় ঘন্টা পর ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।


Like Us On Facebook