জামুড়িয়ার নিউ কেন্দা খনি এলাকায় ধস নামলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষজনের মধ্যে। জায়গায় জায়গায় মাটি বসে গিয়ে বড় বড় গর্ত এবং ফাটল তৈরি হয়। ফাটল থেকে ধোঁয়া বের হতে থাকলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, সোমবার সকালে ইসিএলের নিউ কেন্দা কোলিয়ারির অন্তর্গত পরিত্যক্ত ওয়েস্ট কেন্দা খোলামুখ খনির তিন নম্বর কলোনি এলাকায় ধস নামে। ১০০ থেকে ১৫০ মিটার এলাকা জুড়ে ধস নামে। জায়গায় জায়গায় মাটি বসে গিয়ে বড় বড় গর্ত এবং ফাটল তৈরি হলে সেই সব জায়গা থেকে সাদা ধোঁয়া নির্গত হতে থাকে। এলাকার বাসিন্দারা স্থানীয় বিডিওকে বিষয়টি জানালে তিনি ইসিএলের আধিকারিকদের খবর দেন এবং ধসের ফলে তৈরি হওয়া গর্ত এবং ফাটল দ্রুত ভরাট করার জন্য বলেন। আতঙ্কিত মানুষজন পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
Like Us On Facebook