.

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে ১২৯ জন আরএসপি নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন রবিবার। আসানসোল জেলা পার্টি অফিসে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি ভি শিবদাসনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওই কর্মীরা। এদিন জেলা সভাপতি ভি শিবদাসন সদ্য দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিনের অনুষ্ঠানে দলে যোগ দেওয়া নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ভি শিবদাসন বলেন, আজ দলে যোগ দেওয়া নেতা-কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের সাথে থেকে দলকে আরও মজবুত করবেন। দল সবাইকে স্বাগত জানাচ্ছে।

Like Us On Facebook