আসানসোলের দিলদার নগরে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়৷ মৃত যুবকের নাম সোনু বার্নওয়াল (২০)। বিহারের গয়া জেলার বাসিন্দা সোনু দিলদার নগরের বাড়িতে একাই থাকত৷

স্থানীয় সূত্রে জানা গেছে, দিলদার নগরের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করানোর জন্য কয়েকদিন আগে সোনু আসানসোলে ফেরে৷ এরপর মঙ্গলবার বিকেল থেকে তার ঘরের দরোজা বন্ধ ছিল৷ সন্দেহ হওয়ায় বুধবার সকালে প্রতিবেশীরা জানালা দিয়ে সোনুকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীরা আসানসোলে থাকা সোনুর কাকা সুরেন্দ্র প্রসাদ বার্নওয়ালকে খবর দেন৷ পাশাপাশি খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়৷ ঘটনাস্থলে পুলিশ এসে সোনুকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook