সোমবার থেকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। কিন্তু হাতে আসেনি অ্যাডমিট কার্ড৷ পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে শনিবার বিকেল থেকে আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্নায় বসে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্রী রুম্পা সরকার। সঙ্গে ছিল কয়েকজন সহপাঠী। শেষে ডেপুটি কন্ট্রোলারের আশ্বাসে রবিবার ভোরে ধর্ণা প্রত্যাহার করে রুম্পা।
পানাগড়ের বাসিন্দা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোজফি অনার্সের ছাত্রী রুম্পা সরকার জানায়, সে ব্যক্তিগত কারণে প্রথম সেমিস্টারের পরীক্ষায় বসতে পারে নি। প্রথম সেমিস্টারের পরীক্ষা না দিয়ে অনেকে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু সে কোন এক অজ্ঞাত কারণে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড পায় নি। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলেও কেউই তাকে সমস্যা সমাধানের আশ্বাস দিতে পারেন নি। এরপরই সে কেএনইউ ক্যাম্পাসে এসে ধর্নায় বসে এবং পরীক্ষায় বসার অনুমতি না পেলে সেখানেই সে আত্মহত্যার হুমকিও দেয়। শেষমেশ ডেপুটি কন্ট্রোলারের আশ্বাসে রবিবার ভোরে ধর্ণা প্রত্যাহার করে রুম্পা।