.

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের চুক্তির নবীকরণ, নূন্যতম বেতন সহ শিক্ষাবন্ধু সমিতির সহ সভাপতি তরুণ কুমার দাসকে কলকাতা থেকে আসানসোলে ফিরিয়ে আনার দাবিতে আমরণ রিলে অনশনের ১৪ তম দিনে বিশ্ববিদ্যালয়ে সমস্ত স্থায়ী কর্মীদের বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী ও রেজিস্ট্রার সীতাংশু কুমার গুহকে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান বিক্ষোভ শুরু হয় শুক্রবার সকাল থেকে৷ শেষমেশ দীর্ঘ আলোচনার পর অচলাবস্থা মিটেছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। অবস্থান বিক্ষোভও তুলে নেওয়া হয় শুক্রবার। আন্দোলনকারীরা জানান, তাঁদের চাকরির মেয়াদ চুক্তির নবীকরণ, নূন্যতম বেতন ও বদলি করা কর্মীকে আসানসোলে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Like Us On Facebook