নাইট ডিউটিতে কারখানার উৎপাদিত লোহার রডে কোম্পানির ট্যাগ বসানোর সময় ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সগড়ভাঙার এক বেসরকারি ইস্পাত কারখানায়। জানা গেছে, মৃত শ্রমিকের নাম সঞ্জয় কুম্ভকার। বাঁকুড়ার খাতরার বাসিন্দা।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে সঞ্জয়বাবু নাইট শিফটে কাজ করছিলেন। কারখানার উৎপাদিত লোহার রডে কোম্পানির ট্যাগ বসানোর সময় হঠাৎ করেই কারখানায় লোহার রড বোঝাই করা একটি ট্রেলার পিছন থেকে এসে তাঁকে পিষে দেয়। সঞ্জয় কুম্ভকার গুরুতর আহত হন। এরপরে প্রথমে তাকে বিধান নগরের ইএসআই হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে সঞ্জয়বাবুর মৃত্যু ঘটে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা কারখানার উৎপাদন বন্ধ রেখে মৃত শ্রমিকের পোষ্যকে একটি চাকরি সহ ৬ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি দেখার আশ্বাস দিলে অবস্থান বিক্ষোভ উঠে যায়। কারখানার ডিজিএম অলোক বাহেজি ঘটনার দুঃখপ্রকাশ করে বলেন, কারখানায় কর্তব্যরত অবস্থায় শ্রমিকের মৃত্যু হলে কোম্পানির নিয়মেই ক্ষতিপূরণ দেওয়া হবে।