ছাত্র সংঘর্ষে আহত তিন৷ ঘটনাটি আসানসোল বিবি কলেজের৷ আহতরা এবিভিপি’র সদস্য বলে জানা গেছে। এবিভিপি’র পক্ষ থেকে অভিযোগ, কলেজের তৃণমূল ছাত্রপরিষদ সদস্যরা ওই ছাত্রদের মারধর করেছে। তৃণমূল ছাত্রপরিষদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এবিভিপির দাবি, সারা দেশ জুড়ে তাদের ‘সেলফি উইথ ক্যাম্পাস’ কর্মসূচি চলছে। মঙ্গলবার তাদের সদস্য সোমনাথ মুখার্জী, ভিকি বর্মণ ও সাব্বির হুসেন ওই কর্মসূচিতে আসানসোল বিবি কলেজে উপস্থিত হলে টিএমসিপির ছাত্ররা তাদের ব্যাপক মারধর করে৷ পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কলেজের টিএমসিপি ছাত্রদের দাবি, কিছু বহিরাগত ছেলে কলেজে ঢুকে সেলফি তুলছিল। কলেজের ছাত্র-ছাত্রীরা এবিষয়ে আপত্তি জানালে তাদের মধ্যে বচসা হয়। কোন মারধরের ঘটনা ঘটেনি।
Like Us On Facebook