প্রতি বছরের মতো এবছরও কাঁকসার রাজবাঁধের রাজবাঁধ ট্যাঙ্ক ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাঁকসা ব্লকের ১৮ টি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা ছাড়াও দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী, রাজবাঁধের সমস্ত তেল সংস্থার আধিকারিকরা। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ সভাপতি স্বামী ওমকারাত্মানন্দ।

এদিন কাঁকসা ব্লক থেকে মোট ৫৯ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে স্বামী বিবেকানন্দের উপর লেখা বই, একটি করে ব্যাগ, ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট ও বিবেকানন্দের মূর্তি তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি চিন্ময় মন্ডল বলেন, গত সাত বছর আগে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। তখন কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হত। এবছর ব্লকের ১৮ টি স্কুলের ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়েছে। একই সাথে প্রতি বছরের মতো এবছরও পাঁচজন দুঃস্থ ছাত্র-ছাত্রীকে তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাসে ৭০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। ইতিমধ্যেই আরও বেশী সংখ্যক ছাত্র-ছাত্রীকে আর্থিক সাহায্য দেওয়ার আবেদন এসেছে। সেই বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। সংবর্ধনা পাওয়ার পর ছাত্র-ছাত্রীরা বলে, ভালোভাবে পড়াশোনা করলে সবাই যে পাশে থাকে, সন্মান করে এটাই আগামী দিনের ছাত্র-ছাত্রীদের মনে রেখে মন দিয়ে পড়াশোনা করলেই ভালো রেজাল্ট করা যাবে। তার সাথে খেলাধুলাও করতে হবে।




Like Us On Facebook