সোমবার আসানসোলে শুরু হয়েছে বিজেপির দু’দিনের বিশেষ বৈঠক। আসানসোলের সেনর‌্যালে রোডে একটি বেসরকারি হোটেলে চলছে বর্ধিত নির্বাচন কমিটির এই বৈঠক। উপস্থিত আছেন কৈলাশ বিজয়বর্গীয়, সুরেশ পুজারী, শিবপ্রকাশ এবং মুকুল রায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য সহ কেন্দ্রীয় ও রাজ্য নেতারা।

লোকসভা ভোটের আগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যদের প্রশিক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। জানা গেছে ফের মিসড কলের মাধ্যমে সদস্য সংগ্রহের কাজ শুরু করবে বিজেপি। লোকসভা ভোটের আগে দলের সংগঠনকে চাঙ্গা করতে উদ্যোগ নিতে চলেছে বিজেপি। পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়েও পর্যালোচনা করা হয় এদিন। আগামী ২-৩ মাস ধরে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে জোরদার করার কাজ চলবে। এই লক্ষে দলের যুব, মহিলা, কৃষক সহ সমস্ত মোর্চার সম্মেলন হবে। পুজোর আগে দলীয় সংগঠনকে জোরদার করার কাজ শেষ করে পুজোর পর থেকে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করবে বিজেপি।


Like Us On Facebook