শনিবার সকালে বাসের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি আরোহীর। ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর মোড়ে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাতটা নাগাদ বরাকার থেকে দুর্গাপুরগামী একটি দ্রুতগতির বাস কুলটির লছিপুর এলাকায় একটি পিক-আপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে সামনে একই দিকে যাওয়া একটি স্কুটিকে ধাক্কা মারে। ধাক্কার পর বাসটি গতি না কমিয়ে স্কুটি সহ স্কুটির আরোহীকে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায়। তারপর বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি আরোহীর। এরপর স্থানীয় মানুষজন মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় এক ঘন্টা পর পুলিশ এসে জনগণকে আশ্বস্ত করলে বিক্ষোভ উঠে যায়। এর ফলে বরাকার থেকে আসানসোল যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
————