বর্ধমানের সরকারি কৃষি খামারে হাট চালু হল। বছর দুয়েক আগে কৃষকবাজার তৈরি হলেও বাজার চালু করা যায় নি। কারণ বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীরা বাজারে ব্যবসা করতে রাজি না হওয়ায় কিষাণ মান্ডি চালু করা যায় নি। আপাতত সপ্তাহে দু’দিন সব্জী বাজার বসবে মঙ্গল ও শনিবার। এদিন কৃষক বাজারে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক। তিনি জানান টালবাহানা হলেও এখানে হাট চালু হল। খুব তাড়াতাড়ি বেশ কিছু দোকান ঘরও চালু হবে।
উল্লেখ্য, সম্প্রতি বর্ধমানের কৃষি খামারে রাজ্যের কৃষিমন্ত্রীর উপস্থিতিতে কৃষক বাজার চালু করার লক্ষ্যে মন্ত্রী স্বপন দেবনাথ এখানে হাট চালুর প্রস্তাব দেন। সম্প্রতি বর্ধমান-কালনা রোডকে সম্প্রসারণের জন্য কৃষি খামার সংলগ্ন ফুটপাতের বহু ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়। ব্যবসায়ীরা পুনর্বাসনের আবেদন জানানোয় কৃষক বাজারের ভিতরে তাদের অস্থায়ী দোকান তৈরির অনুমতি দেয় প্রশাসন। এখন সরকারের উদ্যোগে কৃষক বাজারে হাট চালু হওয়ায় রীতিমত খুশী এলাকার বাসিন্দা সহ ব্যবসায়ীরা।