আসানসোলের সুপার স্পেশালিটি হাসপাতালে চক্ষু এবং নাক-কান-গলা বিভাগ চালু হল মঙ্গলবার৷ এতদিন জেলা হাসপাতালের পুরানো ভবনে এই সবের চিকিৎসা চলত।
হাসপাতাল সুত্রে জানা গেছে, চক্ষু এবং নাক-কান-গলার আউটডোর এতদিন পর্যন্ত জেলা হাসপাতালের পুরানো ভবনে চালু থাকলেও এই দুই বিভাগের রোগীদের ভর্তির কোন ব্যবস্থা ছিল না। মঙ্গলবার থেকে আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালেই চক্ষু এবং নাক-কান-গলা বিভাগের রোগীদের চিকিৎসা হবে। পাশাপাশি এই দুই বিভাগের জন্য ৪০টি শয্যার ব্যবস্থা থাকছে বলে জানা গেছে।
Like Us On Facebook