পঞ্চায়েত ভোটে ভাল ফল করার জন্য আসানসোল জেলা তৃণমূল ভবনে বৈঠক করে ধন্যবাদ জ্ঞাপন করলেন তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন। শুক্রবার আসানসোলের জেলা তৃণমূল ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের ভাল ফলের পরিপ্রেক্ষিতে এদিন ভি শিবদাসন বলেন বিরোধিরাও আসন পেয়েছেন তবে বিরাট জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে দলের অবজারভার থেকে শুরু করে সমস্ত নেতা-কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ১৫ দিনের মধ্যে বুথ ভিত্তিক সমীক্ষার রিপোর্ট দিতে বললেন। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের গ্রামীণ নেতারা। এছাড়াও আসানসোল ও দুর্গাপুরের বেশ কিছু শীর্ষ নেতৃত্বও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
Like Us On Facebook