পঞ্চায়েত নির্বাচনে উল্টো পুরান দেখা গেল দুর্গাপুরে। বাহিরাগত তান্ডব রুখতে দুর্গাপুরের কাঁকসায় বিজেপি কর্মীরা শাসক দলের নেতা-নেত্রী ও কর্মীদের ব্যাপক মারধর করল বলে অভিযোগ। আহতদের লোহার রড বাঁশ দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

অন্ডলের দুবচুরিয়ায় ১২৩ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ দত্তকে বিজেপি কর্মীরা মেরে কলার বোন ভেঙে দেয় বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কাঁকসার পিয়ারীগঞ্জে পশ্চিম বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সহ সভানেত্রী লক্ষ্মী মাহাতো সহ দলের অন্যান্য কর্মীদের বিজেপি কর্মীরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আহত লক্ষ্মীদেবী ও সোনালী ব্যানার্জী নামের আর এক তৃণমূল কর্মীর মাথায় গুরুতর আঘাত লাগে। লক্ষ্মীদেবীর মাথায় স্ক্যান করা হয়েছে বলে জানা গেছে। পরানগঞ্জে তৃণমূলের চারজন মহিলাকর্মী অহত হন। কাঁকসার ১২৮ নম্বর বুথে বিজেপি কর্মীরা ব্যালট বাক্সে কালি ঢেলে দেয় বলে অভিযোগ। ফলে ওই বুথে ভোট বন্ধ হয়ে যায়।

কাঁকসায় ত্রিলোকচন্দ্রপুরের পিয়ারীগঞ্জে দুর্গাপুর থেকে ভোট করাতে গিয়ে বিজেপি ও সিপিআইএম কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীরা। ভাঙচুর একটি গাড়ি। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।





Like Us On Facebook