পঞ্চায়েত ভোটের প্রচারের শেষ দিনে কাঁকসার বিরুডিহা পলাশডাঙ্গা গ্রাম একটি দোকান ভাঙচুর ও একটি দোকানের সামনে বোমা বাজিতে এলাকা উত্তপ্ত হল। দুটি ঘটনাতেই শাসক দলের হাত রয়েছে বলে বিজেপি কর্মীদের অভিযোগ। তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃবৃন্দ বিজেপির এই অভিযোগ উড়িয়ে এটি ভোটের আগে এলাকা উত্তপ্ত করতে সাজানো ঘটনা বলে পাল্টা অভিযোগ করেছেন।

জানা গেছে, বিরুডিহার পলাশডাঙ্গায় পরপর দুটি দোকানের একটি ভাঙচুর করা হয় ও অপরটিতে বোমাবাজির ঘটনা ঘটে। বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ, এই দুটি দোকানের সামনে বিজেপি কর্মীরা বসে প্রতি দিন চা খায়, এতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের রোষানলে পড়ে দুটি দোকানের একটিতে ভাঙচুর ও অপরটিতে বোমাবাজি করা হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দেবদাস বক্সী। তিনি বলেন দোকান ভাঙচুর ও দোকানে বোমাবাজির ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি। কিন্তু মিথ্যা অভিযোগ কখনও বরদাস্ত করব না। এটা বিজেপির সাজানো ঘটনা বলে দাবি করেন দেবদাসবাবু।

অন্যদিকে, অন্ডলের কাজোরা বাজারে শনিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষদিনে বাড়ি বাড়ি প্রচারের সময় বিজেপি প্রার্থী তাপস বাউরি ও তাঁর দলীয় কর্মীদের একদল দুষ্কৃতী ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছাড়ায়। বিজেপি প্রার্থী তাপস বাউরির অভিযোগ, বাড়ি বাড়ি প্রচার করে আমরা ভাল সাড়া পাচ্ছি এটা শাসক দল বুঝতে পেরেই আমাদের উপর অতর্কিতে হামলা চালালো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপির অভিযোগ অস্বীকার করেছে।

Like Us On Facebook