বারবার প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো লাভ না হওয়ায় এবং এলাকায় প্রতিদিনই মদ্যপদের সংখ্যা বাড়তে থাকায় অবশেষে গ্রামবাসীরাই এবং বিশেষত গ্রামের মহিলারাই বেশি সংখ্যায় এগিয়ে এলেন মদের ভাটি ভাঙতে। বুধবার দুপুরে বর্ধমানের সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের গুমটি ফটক এলাকার বাসিন্দারা সেখানকার একটি চোলাই মদের ভাটি সহ চোলাই মদ বিক্রির বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করে।

উল্লেখ্য, গত রবিবার এই এলাকার যুবক পঙ্কজ পণ্ডিতের মৃত্যু হয় অতিরিক্ত মদ খাওয়ার জন্য। এই ঘটনায় মৃতের স্ত্রী পুতুল পণ্ডিত অভিযোগ করেছেন, বিষ মদের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, পঙ্কজ পণ্ডিত (৩০) টোটো চালাতেন। সারাদিনে টোটো চালিয়ে যে অর্থ রোজগার করতেন তার সিংহভাগই তিনি এই মদের পিছনেই ব্যয় করতেন। এর ফলে সংসারে যেমন অভাব অনটন লেগেই ছিল, তেমনই অশান্তিও চলছিল। গত শনিবার প্রচুর পরিমাণে মদ খেয়ে তিনি বাড়িতে ঢোকেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। আর এরপরেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসতে থাকেন। বুধবার এলাকার প্রমীলা বাহিনী সহ বাসিন্দারা ভেঙে গুঁড়িয়ে দেন মদের ভাটি। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি মদের দোকানেও। যদিও মদের ভাটির কাউকেই এদিন পায়নি বাসিন্দারা।


Like Us On Facebook