চারিদিকে যখন নারী নির্যাতনের ঘটনা ঘটছে। তখন দিকভ্রান্ত এক অসহায় মা ও মেয়েকে শুধু নিরাপদ আশ্রয়ই দিলেন না, তাদের পরিবারের হাতে তুলে দিলেন বর্ধমানের ৪ নং ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস নেতা নুরুল আলম।
নুরুল আলম জানিয়েছেন, রবিবার রাতে মেদিনীপুরের পাঁশকুড়া থেকে হুগলীর বলাগড়ে আসছিলেন মা কবিতা রাণা এবং তার মেয়ে বেবি রাণা। পথ ভুলে তারা রবিবার সন্ধ্যা নাগাদ বর্ধমান স্টেশনে চলে আসেন। কিন্তু কিভাবে বলাগড়ে যাবেন বুঝতে না পেরে স্টেশনের বাইরে ঘোরাঘুরি করতে থাকেন। বিষয়টি লক্ষ্য করে রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন ৪ নং ওয়ার্ডের যুব তৃণমুল পার্টি অফিসে তাদের নিয়ে যাওয়া হয়। তাদের কাছ থেকে জানতে পারেন, কবিতা দেবীর স্বামী সাগর রাণা গুরুতর অসুস্থ। বলাগড়ে দিদির বাড়ি এসেছিলেন চিকিৎসারর জন্য। তিনি পক্ষাঘাতে আক্রান্ত। তাই খবর পেয়েই মেয়ের হাত ধরে বেড়িয়ে পড়েন কবিতাদেবী। কিন্তু পথ হারিয়ে ফেলেন। নুরুল আলম আরও জানিয়েছেন, এরপর তাদের রাতে নিরাপদে থাকার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাদের বাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ করা হয়। সোমবার সকালে বাড়ির লোকজনদের হাতে তাদের তুলে দিয়ে গাড়ি করে বলাগড় পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়।