প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক যুবক। মৃতের নাম সুমন মণ্ডল (২০)। বাড়ি বর্ধমান শহরের লাকুর্ডি শরৎপল্লী এলাকায়।
মৃতের এক প্রতিবেশী জানিয়েছেন, প্রায় ৩ বছর আগে মাধ্যমিক দেবার পরই সে পড়াশোনা ছেড়ে দেয়। এরপর দিনমজুরের কাজ করছিল। কিছুদিন ধরেই পাশের পাড়া কালিন্দীর বাসিন্দা একটি মেয়েকে সে ভালবাসতে শুরু করে। বুধবার ভোরে এক গোয়ালা দুধ দিতে বার হয়েছিলেন। তিনিই দেখেন গাছে নাইলন দড়ির ফাঁসে সুমনের ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের পকেট থেকে একটি সুইসাইড নোটও পুলিশ উদ্ধার করেছে। তা দেখে পুলিশের অনুমান প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অত্মঘাতী হয়েছে সুমন।
Like Us On Facebook