আসানসোল দক্ষিণ থানার উষাগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বছরের এক শিশুর। মৃতের নাম শুভদীপ ব্যানার্জি। এদিন উষাগ্রামে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই শিশুর। এলাকাবাসীর অভিযোগ গাড়িটি বেপরোয়া ভাবে চালানোর কারনেই এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উষাগ্রাম এলাকায় শুভদীপদের একটি দোকান আছে। এদিন সকালে দোকানের সমনে দাঁড়িয়েছিল শুভদীপ। সেই সময় একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে এসে শুভদীপকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় মানুষজন তাকে আসানসোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোয় ঘটে দুর্ঘটনা। পুলিশ গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে।
Like Us On Facebook