মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সৈকত পাঁজা ১২৭১২৭ ভোটের ব্যবধানে জয়ী হলেন। সবুজ ঝড়ে লন্ডভন্ড সিপিএমের লালদূর্গ মন্তেশ্বর।
২০১৬ বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সজল পাঁজা ৮৪১৩৪ ভোট পেয়েছিলেন। সিপিএম প্রার্থী চৌধুরি মহম্মদ হেদায়েতুল্লা পেয়েছিলেন ৮৩৪২৮ ভোট। সজল পাঁজা মাত্র ৭০৬ ভোটে জয়ী হন। উপনির্বাচনে প্রয়াত সজল পাঁজার পুত্র সৈকত পাঁজা ১২৭১২৭ ভোটের ব্যবধানে জয়ী হলেন। প্রয়াত সজল পাঁজার পুত্র তাঁর জয়ের ব্যবধান ৭০৬ থেকে বাড়িয়ে ১২৭১২৭ করলেন।
উল্লেখ্য, সংখ্যালঘু অধ্যুষিত মন্তেশ্বর কেন্দ্রটি ১৯৭৭ সাল থেকে সিপিএম জিতে আসছিল। এমনকি ২০১১ বিধানসভা নির্বাচনে তুমুল পরিবর্তন হাওয়া সত্বেও তৃণমূল প্রার্থী আবু আয়েষ মন্ডলকে প্রায় ৩৩ হাজার ভোটে হারিয়ে দেন সিপিএমের চৌধুরি মহম্মদ হেদায়েতুল্লা। তবে ২০১৬ বিধানসভা নির্বাচনে সজল পাঁজা মাত্র ৭০৬ ভোটে জেতেন। দীর্ঘ ৩৯ বছর পর বামেদের হাতছাড়া হয় কেন্দ্রটি। রাজ্যে সিপিএমের অস্তিত্ব বিপন্ন হতে সময় লেগেছিল ৩৪ বছর কিন্তু মন্তেশ্বরে সময় লেগেছিল ৩৯ বছর।
সৈকত পাঁজা সিপিএমের জামানত জব্দ করে ইতিহাস গড়লেন। যদিও উপনির্বাচনে মন্তেশ্বর কেন্দ্রে জয়ী প্রার্থী সৈকত পাঁজার বক্তব্য – এই ব্যবধান, এই জয় মা-মাটি-মানুষের ও আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জীর।