২৩ ডিসেম্বর আসানসোলের হীরাপুর থানার কোর্ট মোড়ে মুথুট ফিনান্স কোম্পানির শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। জানা গেছে এই দলটি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের আর্থিক প্রতিষ্ঠানে ডাকাতিতে জড়িত। এই দলটি আসানসোলের মুথুট ফিনান্সের শাখা থেকে সোনা ও নগদে প্রায় আট কোটি টাকা ডাকাতি করে চম্পট দিয়েছিল।

জানা গেছে, শুক্রবার রাতে বিহার পুলিশের এসটিএফ প্রথমে তিন জনকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও ৬ জনকে পাকড়াও করে। এই দলের পান্ডা সুবোধ সিংকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে বেশ কয়েক কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বুলেট প্রুফ জ্যাকেট। কুখ্যাত এই ডাকাত দলটি দেশের বিভিন্ন প্রান্তের স্বর্ণ বন্ধকী সংস্থার শাখা থেকে ১০০ কেজিরও উপর সোনা ও কয়েক লক্ষ টাকা ডাকাতি করেছে বলে অভিযোগ।

Like Us On Facebook