আগামী ২৩ জানুয়ারি গোটা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও সাড়ম্বরে পালিত হবে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১ তম জন্মবার্ষিকী। জেলা প্রশাসনের তরফে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কোর্ট কম্পাউন্ডের নেতাজি মূর্তির পাদদেশে। উপস্থিত থাকবেন জেলা সভাধিপতি শ্রী দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অনান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীরা। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। রবিবার মঞ্চ বাঁধার পাশাপাশি পরিষ্কার করা হয় নেতাজির মর্মরমূর্তি।
অন্যদিকে, ক্রিকেটার ও ফিল্মস্টারদের ছবি নিয়ে কোটি কোটি টাকার লেনদেন চললেও ভারতীয়রা ভুলতে বসেছে নেতাজির মত মহান দেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্রামীদের। ফলে কার্যত নতুন প্রজন্ম ভুলতেই বসেছে এই সমস্ত মনিষীদের। তারই প্রতিবাদে এবার পথে নামলো এসইউসিআইয়ের ছাত্র সংগঠন ডিএসও।রবিবার তারা কার্জনগেট চত্বরে ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তীর জন্য নেতাজির ছবি পথচলতি মানুষদের হাতে তুলে দিল সামান্য পয়সার বিনিময়ে। তাদের দাবি এর ফলে বাড়িতে নিয়ে যাওয়া ছবিগুলি দেখে ছোটরা জানতে পারবে নেতাজি কে ছিলেন। স্বাধীনতা সংগ্রামেই বা তাঁর অবদান কি ছিল।