শুক্রবার সকালে আসানসোল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের লাইনে ফাটল ধরা পড়ল। রেল সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ আসানসোল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কর্মরত ছিলেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ভোলা হজাম। তিনি লাইনে ফাটল দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রেলের উচ্চতর আধিকারিকদের জানান।

সেই সময় ১৩০৪৪ রক্সৌল-হাওড়া এক্সপ্রেস ওই প্ল্যাটফর্মের দিকে আসছিল। ভোলা হাজম লাল পতাকা নেড়ে ট্রেনটিকে থামিয়ে দেন। পাশাপাশি রেলের ইঞ্জিনিয়ারিং সেকশন দ্রুত ফাটল মেরামতিতে লেগে পড়ে। ফাটল মেরামতির জন্য ২০ মিনিট ওই লাইন ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ফের ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভোলা হজামের এই কর্ম তৎপরতা আসানসোল ডিভিশনের অন্যান্য কর্মীদেরকে উৎসাহ দেবে বলে আশা করেন আসানসোলের ডিআরএম পিকে মিশ্র।

Like Us On Facebook