বার্নপুরে ব্যাগের মধ্যে বৈদ্যুতিন যন্ত্রকে ঘিরে বোমাতঙ্কে এলাকায় চাঞ্চল্য ছড়াল। আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর পুরানো সিনেমা হলের পার্শ্ববর্তী ইস্কো আবাসন সংলগ্ন গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর পিছনে ওই ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনে আসা ছাত্র-ছাত্রীরা একটি পড়ে থাকা ব্যাগ থেকে বৈদ্যুতিন আওয়াজ পেলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হিরাপুর থানার পুলিস ঘটনাস্থলে আসে। পুরো এলাকাটিকে ঘিরে দেওয়া হয়। পরে সেখানে আসেন এডিসিপি (ওয়েস্ট) অনমিত্র দাস সহ বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় সিআইডির বম্ব স্কোয়াডকে। দুর্গাপুর থেকে বম্ব স্কোয়াড এসে যন্ত্রটি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় বলে জানা গেছে।
Like Us On Facebook