বিএসএনএলের বিভিন্ন সংগঠনের ডাকে দেশ জুড়ে ৪৮ ঘন্টার ধর্মঘট পালিত হচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া ধর্মঘটে সামিল বর্ধমানের বিএসএনএলের কর্মীরাও। নতুন বেতন চুক্তি অনুসারে কর্মীদের বেতন প্রদান, বকেয়া বেতন প্রদান সহ কয়েকটি দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে ১৩ টি সংগঠনের জয়েন্ট ফোরাম।
বিএসএনএল বেসরকারিকরণের লক্ষে কেন্দ্রের বিজেপি সরকার ‘সাবসিডিয়ারি টাওয়ার’ গড়ার পদক্ষেপ নিচ্ছে। উদ্দেশ্য গোটা দেশের নানা জায়গায় ছড়িয়ে থাকা ৬০ হাজারেরও বেশি বিএসএনএলের টাওয়ার বেসরকারি হাতে তুলে দেওয়া। এই পদক্ষেপের সঙ্গেই বিএসএনএলকে রুগ্ন করার চেষ্টা চলছে বলে দাবি ফোরামের। ধর্মঘটের জেরে স্বাভাবিক টেলি পরিষেবা ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।
Like Us On Facebook