মঙ্গলবার বর্ধমান জেলা গ্রন্থাগারে গ্রন্থাগার বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সহ গ্রন্থাগার দপ্তরের আধিকারিকরা। এদিনের বৈঠকে পূর্ব বর্ধমান জেলার গ্রন্থাগারগুলির পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। কয়েকটি গ্রন্থাগারে টয়লেট, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের কর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, পূর্ব বর্ধমানে ৩৮টি সহ রাজ্যের বিভিন্ন গ্রন্থাগারগুলিতে ৪০০ কম্পিউটার দেওয়া হয়েছে। সেগুলির যথাযথ ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, গ্রন্থাগুলির শূন্য পদ দ্রুত পূরণ করা হবে। বৈঠক শেষে এদিন মন্ত্রী বর্ধমানের উদয়চাঁদ গ্রন্থাগার ঘুরে দেখেন।

Like Us On Facebook