পশ্চিম বর্ধমান জেলার বারাবনির লালগঞ্জ এলাকায় পঞ্চায়েত সম্মেলন থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যাতে একটিও আসন না পায় তার ব্যবস্থা করতে দলীয় কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানালেন রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী ও পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস৷ তিনি মঞ্চে দাঁড়িয়ে দলীয় কর্মীদের মমতা ব্যানার্জীকে আদর্শ করে এগোতে বলেন৷
মন্ত্রী বলেন, তাঁরাই প্রকৃত ধর্ম পালনকারী, মানুষের মধ্যে কোনো বিভাজন চান না৷ তাঁরাই বিবেকানন্দের আদর্শে মানুষরূপী ঈশ্বরের আরাধনায় রত৷ তাই সাধারণ মানুষের স্বার্থে এত সমাজমুখি প্রকল্প৷ সেই সামাজিক প্রকল্পগুলিকে তুলে ধরতে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে৷ তিনি আরও বলেন, ফ্রেবুয়ারি মাসে গ্রামে গ্রামে সাংগঠনিক কাজের অগ্রগতি দেখতে সারপ্রাইজ ভিজিটে আসবেন৷ পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কোন একক বিরোধী বলে কাউকে চিহ্নিত করছেন না৷ তৃণমূল সারা বছর পড়াশোনা করা ছাত্র, তাই একশোতে একশই পাবে। তাই একদিকে মা-মাটি-মানুষের দল তৃণমূল আর একদিকে জনগণ থেকে বিচ্যুত সিপিএম, বিজেপি, কংগ্রেস৷