আসানসোল নগর নিগমের অর্ন্তগত ৬৯নং ওয়ার্ডের লক্ষীপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনীভাবে বেশ কয়েকটি পার্কিং রাতের দিকে চালান হয়। এই পার্কিংগুলির মালিকরা নগর নিগমের কাছ থেকে কোন অনুমতি না নিয়েই বেআইনীভাবে চালাচ্ছিল। বেআইনী পার্কিং-এর অভিযোগ পেয়ে আসানসোল নগর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও অন্যান্য আধিকারিক সহ স্থানীয় পুলিশ নিয়ে শুক্রবার বিকেল ৪টা ৩০মিনিট নাগাদ হঠাৎ হানা দেন। প্রায় ৭টি বেআইনী পার্কিং-এ তালা ঝুলিয়ে দেন।
মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, “এই পার্কিংগুলি বেআইনীভাবে রাতে চলছিল। নগর নিগমের কাছ থেকে কোন বৈধ অনুমতি ছাড়াই চালাচ্ছিল। তিনি বলেন পার্কিং-এর প্রয়োজনিয়তা আছে, কিন্তু সেটা বৈধভাবে এবং ট্রেড লাইসেন্স নিয়েই চালাতে হবে। কোনমতেই নগর নিগম বেআইনী পার্কিং চলতে দেবে না।”