আসানসোলের সদর দপ্তর থেকে দুর্গাপুরের কর্মস্থলে যাওয়ার পথে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন র্যাফের এক জওয়ান সাথে মৃত্যু হয় তাঁর এক বন্ধুর। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ২ নম্বর জাতীয় সড়কের উপর কালিপাহাড়ির কাছে।
জানা গেছে, আসানসোল ডিভিসনের র্যাফের ৭ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান বিকি কাছারি সোমবার সকালে এক বন্ধুর বাইকে চেপে সদর দপ্তর আসানসোল থেকে তাঁর কর্মস্থল দুর্গাপুরে যাচ্ছিলেন। যাওয়ার পথে কালিপাহাড়ির কাছে জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকির ব্যবসায়ী বন্ধু দেবাশীষ মল্লিকের। বিকিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। জানা গেছে, বিকি কাছারির আদি বাড়ি দার্জিলিং।
Like Us On Facebook