৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তি। মোদী সরকারকে আক্রমণ করে বিরোধীরা এই দিনটিকে ‘কালা দিবস’ হিসাবে পালন করল। পাল্টা বিজেপিও এই দিনটিকে ‘কালো টাকা বিরোধী দিবস’ হিসাবে পালন করল। এদিন দুই বর্ধমানের বিভিন্ন জায়গায় ‘কালো টাকা বিরোধী দিবস’ পালন করল বিজেপি। আসানসোলে কেক কেটে নোটবন্দির পূর্তি উদযাপন করল বিজেপি।
Like Us On Facebook