পূর্ব বর্ধমান জেলায় ৭৮ টি ভোটগ্রহণ কেন্দ্রে মহিলা কর্মীরাই ভোট পরিচালনা করবেন। এমনকি মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত বেশীরভাগ বুথেই থাকবে মহিলা নিরাপত্তা কর্মী।

২৯ এপ্রিল জেলার ৪১৮৫ টি বুথে সকাল ৭ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। জেলার ৯৯ শতাংশের বেশী বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৭৮ টি বুথ মহিলা পরিচালিত। রবিবার সকালেই ডিসিআরসিতে হাজির হন মহিলা ভোটকর্মীরা। মহিলাদের জন্য ডিসিআরসিতে খোলা হয়েছে আলাদা করে কাউন্টার। কাউন্টারে থাকা কর্মীরাও মহিলা। মূলত শহর এলাকেই থাকছে মহিলা পরিচালিত বুথগুলি। বর্ধমান, মেমারি, কালনা ও কাটোয়া শহরে থাকছে মহিলা বুথ।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook