ব্যাণ্ডেল থেকে মগরা থার্ড লাইনের কাজ এবং রুট রিলে ইণ্টারলকিং স্থানান্তরের জন্য শুক্রবার দুপুর থেকেই রেলযাত্রীদের হয়রানি বাড়ল। বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানিয়েছেন, শুক্রবার দুপুর ১২টা ২৫ পর্যন্ত ব্যাণ্ডেল রুটের সমস্ত ট্রেন স্বাভাবিক চলার পর ১টা ৪০-এর লোকাল ট্রেনকে বাতিল করা হয়েছে। তিনি জানিয়েছেন, ৩টে ১৫ থেকে বর্ধমান থেকে খন্যান ১৪ জোড়া শার্টল ট্রেন চালানো হচ্ছে। অন্যদিকে, হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত ১৩ জোড়া শার্টল ট্রেন চালানো হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, এদিন গণদেবতা, তারামা সহ কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়েছে। বেশ কিছু মেন লাইন দিয়ে যাওয়া ট্রেনকে কর্ড লাইন দিয়ে পাঠানো হয়েছে।
Like Us On Facebook